Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়,নাচোল, চাপাইনবাবগঞ্জ।

ক্রঃনং

পদের নাম

অনুমোদিত পদ সংখ্যা

কর্মরত পদ সংখ্যা

শুন্য পদের সংখ্যা

মন্তব্য

০১

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

--

 



০২

অফিস সহকারী কাম      কম্পিউটার মুদ্রাক্ষরিক

--

 

০৩

অফিস সহায়ক

--

 


               মোট

 






 
     

 

বাস্তবায়িত কর্মসূচি সমুহঃ

 

ভিডব্লিউবি কর্মসূচিঃ  ভিজিডি  চক্রের আওতায়  ১৭৩৩ জন উপকাভোগী নির্বাচন ও তাদের ডাটাবেজ তৈরী করা হয়েছে। উপকারভোগীদের মাঝে মাসিক ৩০ কেজি হারে  প্রতি মাসে ৫২.৫০৯/৯০০ মেঃ টন খাদ্য (পুষ্টি চাল) বিতরণ  কর হয়।

মা ও শিশু সহায়তা  কর্মসূচিঃ  মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নাচোল  উপজেলায় ০১ টি পৌরসভা ও ০৪(চার) টি ইউনিয়নে ১৭৬৪ জন  ভাতাভোগীদের মধ্যে মাসিক ৮০০ টাকা হারে  ৩ (তিন) বছর মেয়াদে ভাতা প্রদান করা  হয়।

 ক্ষৃদ্রঋণ কার্যক্রমঃ মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় এযাবৎ ৫২৯ জন নারীকে মোট ৬৮,৪৩,০০০/- (আটষট্রি লক্ষ তেতাল্লিশ হাজার ) টাকা ঘূর্ণায়নমান ঋণ  হিসেবে বিতরণ করা হয়েছে।  

সেচ্ছাসেবী মহিলা সমিতিঃ ২০২৩-২০২৪ অর্থ বছরে ০৫ টি সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে  বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে ১,৭০,০০০/- ( এক লক্ষ সত্তর হাজার ) টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

জয়িতা অন্বেষণে বাংলাদেশঃ  ২০২২-২০২৩ অর্থ বছরে ৫ টি ক্যাটাগরীতে ০৫ জন জয়িতা নির্বাচন ও তাঁদের সম্মাননা প্রদান করা হয়েছে।

নির্যাতিত নারী শিশুকে আইনী সহায়তা প্রদানঃ  জেলা/ উপজেলা/ ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মাসিক সভা অনুষ্ঠান সহ নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদান করে।

বাল্য বিবাহ প্রতিরোধঃ  বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নারী উন্নয়ন ফোরাম, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের সমন্বয়ে  উঠান বৈঠক, আলোচনা সভা, সেমিনার  করা হয়।